Friday, March 29, 2024
Homeরাজ্যলরির চাকায় পিষে মৃত্যু স্কুলছাত্রীর

লরির চাকায় পিষে মৃত্যু স্কুলছাত্রীর

স্টাফ রিপোর্টার : লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া এলাকায়।মৃতা ছাত্রীর নাম লক্ষ্মী তুরি (১৩)। লিলুয়ার সহায়িকা গার্লস স্কুলের ছাত্রী ছিল সে।পুলিশ সূত্রের খবর, রাস্তার গর্ত থেকে লরির চাকা বাঁচাতে গিয়ে হঠাৎই চালক রাস্তার ধারে চলে আসায় চাকার নীচে পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই নাবালিকা ছাত্রীর।

লরির চাকায় পিষে মৃত্যু স্কুলছাত্রীর

দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। হয় পথ অবরোধ। ঘাতক লরিটিও ভাঙচুর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে লরি ছেড়ে পালিয়ে যায় লরি চালক ও খালাসি। ক্রুদ্ধ জনতাকে শান্ত করতে বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ নামানো হয়।

লরির চাকায় পিষে মৃত্যু স্কুলছাত্রীর

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাস্তাটি কয়েকমাস আগে সারানো হলেও কাটমানি ও নিম্নমানের সামগ্রী ব্যাবহার করার ফলে কিছু দিনের মধ্যেই ফের বেহাল হয়ে পড়ে। এ ছাড়াও এই বেহাল রাস্তায় লরির মতো বড় গাড়িগুলির বেপরোয়া চলাচল আটকাতে পুলিশ সক্রিয়তা দেখায় না বলেও অভিযোগ।

Most Popular