Friday, April 19, 2024
spot_img
Homeকলকাতা'আমি ষড়যন্ত্রের শিকার', কারা ষড়যন্ত্রকারী জানতে পারবেন', বিস্ফোরক পার্থ

‘আমি ষড়যন্ত্রের শিকার’, কারা ষড়যন্ত্রকারী জানতে পারবেন’, বিস্ফোরক পার্থ

স্টাফ রিপোর্টার : মন্ত্রিত্ব খোয়ানো এবং দল থেকে সাসপেন্ড হওয়ার পরেই মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মুখের মাস্ক (মুখোশ) নামিয়ে পার্থ সংক্ষিপ্ত মন্তব্য করেন, ‘‘আমি ষড়যন্ত্রের শিকার।’’

'আমি ষড়যন্ত্রের শিকার', কারা ষড়যন্ত্রকারী জানতে পারবেন', বিস্ফোরক পার্থ

তবে কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশদে তা বলেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷মেডিক্যাল টেস্ট শেষে বেরনোর সময় ফের পার্থ চট্টোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ তখনই পার্থ বলেন, ‘কারা ষড়যন্ত্র করেছে জানতে পারবেন৷’

'আমি ষড়যন্ত্রের শিকার', কারা ষড়যন্ত্রকারী জানতে পারবেন', বিস্ফোরক পার্থ

ষড়যন্ত্র নিয়ে প্রশ্নের পাশাপাশিই জিজ্ঞাসা করা হয়েছিল, দল যে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে, তা কি ঠিক? জবাবে মুখ থেকে মাস্ক নামিয়ে পার্থ সরাসরিই বলেন, ‘‘এই সিদ্ধান্ত নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে। সময় বলবে।’’

'আমি ষড়যন্ত্রের শিকার', কারা ষড়যন্ত্রকারী জানতে পারবেন', বিস্ফোরক পার্থ

গাড়িতে বসার পর তাঁকে প্রশ্ন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত কি ঠিক? তার জবাবে পার্থ বলেন, ‘‘হ্যাঁ, ঠিক।’’এর পরই পার্থকে গাড়িতে তুলে নিয়ে সিজিও-র উদ্দেশ্যে রওনা দেন ইডি আধিকারিকরা৷তবে পার্থের ওই মন্তব্য সংক্ষিপ্ত হলেও ‘তাৎপর্যপূর্ণ’।

'আমি ষড়যন্ত্রের শিকার', কারা ষড়যন্ত্রকারী জানতে পারবেন', বিস্ফোরক পার্থ

কারণ, পার্থ কারও নাম করেননি। ফলে তিনি ‘ষড়যন্ত্র’ বলতে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। তিনি কি তাঁকে গ্রেফতারির কথা বোঝাতে চেয়েছেন? নাকি তিনি তাঁর সঙ্গে তৃণমূল যে ‘দূরত্ব’ রচনা করেছে, তার কথা বলতে চেয়েছেন? পার্থ তা স্পষ্ট করেননি। স্পষ্ট করেননি বলেই শুরু হয়েছে জল্পনা ।

Most Popular