Friday, March 29, 2024
Homeদেশ১৭ বছর হলেই নাম তোলা যাবে ভোটার তালিকায়, ঘোষণা নির্বাচন কমিশনের

১৭ বছর হলেই নাম তোলা যাবে ভোটার তালিকায়, ঘোষণা নির্বাচন কমিশনের

সংবাদ সংস্থা : এবার থেকে বয়স ১৭ বছরের হলেই ভোটার কার্ডের জন্য আগাম আবেদন করতে পারবে একজন ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার এই ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।

১৭ বছর হলেই নাম তোলা যাবে ভোটার তালিকায়, ঘোষণা নির্বাচন কমিশনের

ইতিমধ্যে নয়া নির্দেশিকা অনুযায়ী যুবক-যুবতীদের নাম নথিভুক্তকরণে রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফে।এক বিবৃতিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, “১৭ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আগাম আবেদন করতে পারে।”

১৭ বছর হলেই নাম তোলা যাবে ভোটার তালিকায়, ঘোষণা নির্বাচন কমিশনের

আরও জানানো হয়েছে, ”এক্ষেত্রে আগের মতো যোগ্যতার মাপকাঠি লাগু হবে না।১ জানুয়ারিতে আবদেনকারীর বয়স ১৮ বছর হতে হবে না।”

Most Popular