Friday, March 29, 2024
Homeজেলাবিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সচেতনতা মূলক মিছিল বারুইপুরে

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সচেতনতা মূলক মিছিল বারুইপুরে

বিশ্ব সমাচার, বারুইপুর: আগামী ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে একটি সচতেনতা মূলক মিছিল যায় সোনারপুর থানার অন্তর্গত কামালগাছি মোড় পর্যন্ত। মিছিলে অংশগ্রহণ করে বারুইপুর হাসপাতালের কিছু কর্মী এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা জেনেসিসের কর্মীরা।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সচেতনতা মূলক মিছিল বারুইপুরে

এক স্বেচ্ছাসেবী কর্মী জানান, হেপাটাইটিস সি এবং বি সংক্রামক রক্তের মাধ্যমে রোগ ছড়ায়।এই রোগ যাতে না ছড়ায়, তার জন্য মানুষকে যদি ইনজেকশন নিতে হয় তাহলে তা একবারই ব্যবহার করতে পারবে। তারপর সেই ইনজেকশন ফেলে দিতে হবে।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সচেতনতা মূলক মিছিল বারুইপুরে

একসময় সরকার থেকে হেপাটাইটিস ইনজেকশন নিতে গেলে বহু টাকা দিতে হত। কিন্তু এখন সরকার সেটা বিনামূল্যে মানুষকে দেয়। সেই সচেতনতা বৃদ্ধির জন্য মঙ্গলবার এই কর্মসূচি নেওয়া হয়।

Most Popular