Friday, April 26, 2024
spot_img
Homeজেলাভারতীয় ট্রলার সহ ১৬ জন মৎস্যজীবী আটক বাংলাদেশে

ভারতীয় ট্রলার সহ ১৬ জন মৎস্যজীবী আটক বাংলাদেশে

বিশ্ব সমাচার, সুন্দরবন : গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ায় গ্রেফতার হলেন রাজ্যের ১৬ মৎস্যজীবী৷ জানা গিয়েছে, গত কয়েকদিন আগে রায়দিঘি থেকে ‘মা ত্রিপুরা সুন্দরী’ নামে একটি ট্রলার মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দেয়।

ভারতীয় ট্রলার সহ ১৬ জন মৎস্যজীবী আটক বাংলাদেশে

ট্রলারে মোট ১৬ জন মৎস্যজীবী ছিলেন। মাছ ধরার সময় ট্রলারটি বাংলাদেশের জলসীমানা অতিক্রম করে বলে দাবি৷ এরপরই বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ট্রলার-সহ ১৬ মৎস্যজীবীকে আটক করে। ধৃত মৎস্যজীবীদের আদালতেও পেশ করা হয়েছে৷

ভারতীয় ট্রলার সহ ১৬ জন মৎস্যজীবী আটক বাংলাদেশে

সূত্রের খবর, তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ এবিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, রায়দিঘির একটি ট্রলারকে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী আটক করেছে বলে জানা গিয়েছে।

ভারতীয় ট্রলার সহ ১৬ জন মৎস্যজীবী আটক বাংলাদেশে

অন্যদিকে ডায়মন্ড হারবারের সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) জানিয়েছেন, ভারতীয় ট্রলার বাংলাদেশে আটক রয়েছে, সেই খবর পাওয়া গিয়েছে।

ভারতীয় ট্রলার সহ ১৬ জন মৎস্যজীবী আটক বাংলাদেশে

মা ত্রিপুরা সুন্দরী নামের ট্রলারটিতে মোট ১৬ জন মৎস্যজীবী ছিলেন। গ্রেফতার হওয়া ১৬ জন মৎস্যজীবী কুলতলি এলাকার বাসিন্দা।

Most Popular