Friday, April 19, 2024
spot_img
Homeরাজনীতিআন্দোলনে খামতি! ভরসা ফেসবুক আর টুইটারে, সরব বিজেপির বিধায়করা

আন্দোলনে খামতি! ভরসা ফেসবুক আর টুইটারে, সরব বিজেপির বিধায়করা

স্টাফ রিপোর্টার: গ্রেফতার হয়েছেন শিল্পমন্ত্রী (এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়। ‘পার্থর ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার ২০ কোটির বেশি টাকা। সঙ্গে সোনা, বিদেশি মুদ্রাও। বাংলায় রাজনীতির সঙ্গে যোগাযোগে এমন ঘটনা অতীতে হয়নি। এত নগদ টাকা উদ্ধারের ছবি সামনে আসেনি। সেই হিসাবে এত বড় ঘটনার পরেও রাজ্যে রাজনৈতিক উত্তাপ নেই বললেই চলে।

আন্দোলনে খামতি! ভরসা ফেসবুক আর টুইটারে, সরব বিজেপির বিধায়করা

কংগ্রেস ও সিপিএম ক্ষয়িষ্ণু। প্রধান বিরোধী দল বিজেপিও মেতে রয়েছে নেট মাধ্যমের প্রচারে। ফেসবুক, টুইটারে নেতারা সরব হলেও আন্দোলনের পথ থেকে দূরত্ব অনেক। এমন সমালোচনা বিজেপির অন্দরেই। আদি নেতাদের কেউ কেউ এমন সমালোচনাও করছেন যে, বর্তমান নেতৃত্বের মধ্যে রাজনীতি বোঝা লোকের অভাবই কাল হয়েছে।বহু নেতা, কর্মী নিষ্ক্রিয়। ফলে আন্দোলনে থাকছে না দল।

আন্দোলনে খামতি! ভরসা ফেসবুক আর টুইটারে, সরব বিজেপির বিধায়করা

বড়সড় কর্মসূচি নিতেও দশবার ভাবতে হচ্ছে বিজেপির রাজ্য নেতাদের। এবার দলের সাংগঠনিক বৈঠকে এই বিষয়ে সরব হলেন কয়েকজন বিধায়ক। বৈঠকে বিধায়করা বলেন, বিভিন্ন কারণে সংগঠনের দুর্বলতা রয়েছে। রাস্তায় নেমে আন্দোলন হচ্ছে না। আরও বেশি করে পথে নেমে আন্দোলন কর্মসূচি নেওয়ার প্রয়োজন রয়েছে।অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় বিজেপি ‘অন্যরকম’ বলেও খোঁচা দেওয়া চলছে দলের ভিতরে।

আন্দোলনে খামতি! ভরসা ফেসবুক আর টুইটারে, সরব বিজেপির বিধায়করা

এক নেতার কথায়, ‘‘এত বড় ইস্যু অতীতে আসেনি। আগামীতে আসবে কি না জানা নেই। কিন্তু তার জন্য দলের যা করা উচিত, তার উদ্যোগই দেখা যাচ্ছে না। রুটিন কর্মসূচি নিয়েই ব্যস্ত নেতারা। এমন হাতেগরম ইস্যু পেয়ে গেলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে যে আন্দোলনে নামতে হবে সেটা ভাবার লোকই নেই নেতৃত্বে।’’

Most Popular