Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যআগামীকাল থেকে লোকাল ট্রেনে চালু হচ্ছে এলইডি টিভি

আগামীকাল থেকে লোকাল ট্রেনে চালু হচ্ছে এলইডি টিভি

স্টাফ রিপোর্টার: আগামীকাল থেকে হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে চালু হচ্ছে এই ‘ট্রেন ইনফোটেনমেন্ট’।প্রতিটি কোচের একেবারে শেষ দুই প্রান্তে দু’টি করে মোট চারটি এলইডি টিভি বসছে। প্রতিটি টিভি এলইডি ও ২৭ ইঞ্চির মাপে। টিভির স্ক্রিনের মোট মাপের ৭০ শতাংশে যাত্রীরা দেখতে পারবেন নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান।

আগামীকাল থেকে লোকাল ট্রেনে চালু হচ্ছে এলইডি টিভি

খেলা থেকে সিনেমার নানা দৃশ্য, নাচ, গান, ভ্রমণ ইত্যাদি। সঙ্গে সেখানেই পরিবেশন করা হবে বাণিজ্যিক বিজ্ঞাপন। বাদবাকি স্ক্রিনের যে ত্রিশ শতাংশ অবশিষ্ট থাকবে, সেখানে রেলের নানা ধরনের সতর্কীকরণ বার্তা থেকে পরিষেবার নানা বিষয় পরিবেশিত হবে।

আগামীকাল থেকে লোকাল ট্রেনে চালু হচ্ছে এলইডি টিভি

যেমন টিকিট কেটে যাত্রা, লাইন পারাপার না করা, ছাদে না চড়া, কামরায় ধূমপান, মদ্যপান না করা, বেআইনি সামগ্রী বহন না করা ইত্যাদির সচিত্র প্রতিবেদন।হাওড়ার ডিআরএম মণীশ জৈন বলেন, ভারতীয় রেলে এই প্রকল্প মুম্বইয়ের পর দ্বিতীয় স্তরে চালু হচ্ছে হাওড়া ডিভিশনে।

আগামীকাল থেকে লোকাল ট্রেনে চালু হচ্ছে এলইডি টিভি

সোমবার হাওড়া থেকে ১১:৫০ মিনিটের ব্যান্ডেল লোকালটিতে চালু হচ্ছে এই পরিষেবা। এরপর ক্রমান্বয়ে আরও পঞ্চাশটি ট্রেনে একই পরিষেবা চালু হবে।

Most Popular