Friday, April 19, 2024
spot_img
Homeদেশভারত-নেপাল সীমান্তে ইউরেনিয়াম পাচারের চেষ্টা, গ্রেফতার 15

ভারত-নেপাল সীমান্তে ইউরেনিয়াম পাচারের চেষ্টা, গ্রেফতার 15

সংবাদ সংস্থা : পাচারের উদ্দেশে মজুত করা ইউরেনিয়াম উদ্ধার হল ভারত-নেপাল সীমান্তে ৷ শুক্রবার ভারত-নেপাল সীমান্তের কাছে বিরাটনগর থেকে 2 কিলো তেজস্ক্রিয় পদার্থ মিলেছে ৷ ঘটনায় 15 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ মনে করা হচ্ছে, ধৃতেরা সকলেই ভারতের বিহারে অররিয়া জেলার জোগবনীর আশপাশেই ছিল ৷

ভারত-নেপাল সীমান্তে ইউরেনিয়াম পাচারের চেষ্টা, গ্রেফতার 15

সেখান থেকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এই নিষিদ্ধ রাসায়নিক পদার্থটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল ৷ আপাতত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানিয়েছে রাজ্য পুলিশ৷ভারত ও নেপালের সীমান্তরক্ষী বাহিনী এবং এজেন্সিগুলি যৌথ ভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে ৷

ভারত-নেপাল সীমান্তে ইউরেনিয়াম পাচারের চেষ্টা, গ্রেফতার 15

এই পাচারকারীরা কাদের হয়ে কাজ করছে, ইউরেনিয়াম ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কোথা থেকেই বা তা এল ৷ এই পুরো চক্রটি নিয়ে তদন্ত করছে পুলিশ ৷

Most Popular