Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাকাটতে পারে ৩ বছরের খরা, জালে দেখা দিয়েছে ইলিশ

কাটতে পারে ৩ বছরের খরা, জালে দেখা দিয়েছে ইলিশ

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : দীর্ঘ তিন বছর ধরে ইলিশের প্রতি লোভ থেকে গিয়েছে রসনাপ্রিয় বাঙালিদের। কারণ গত তিন বছর ধরে সেভাবে ইলিশের দেখা মেলেনি। সামান্য পরিমাণ ইলিশেই খুশির থাকতে হয়েছিল খাদ্য রসিক বাঙ্গালীদের। কিন্তু দীর্ঘ তিন বছর পর এবার কাটতে পারে ইলিশের খরা।

কাটতে পারে ৩ বছরের খরা, জালে দেখা দিয়েছে ইলিশ

শ্রাবণের শুরুতেই দেখা মিলল রুপালি শস্যের। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটতেই গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল সুন্দরবনের প্রায় তিন হাজার ট্রলার। প্রতিটি ট্রলারের মৎস্যজীবীদের জালে এবার ধরা দিয়েছে রুপোলী শস্য। গত দুদিনে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জের ঘাটে প্রায় ১০০ টনেরও বেশী ইলিশ মাছ এসেছে বলে জানা গিয়েছে।

কাটতে পারে ৩ বছরের খরা, জালে দেখা দিয়েছে ইলিশ

এছাড়াও সমুদ্র থেকে ইলিশ মাছ ধরে নিয়ে ঘাটে ফিরছে বহু ট্রলার। মাছের জোগান বাড়লেই দাম নাগালের মধ্যে চলে আসবে বলে, মত প্রকাশ করেছেন মৎস্যজীবী ইউনিয়নগুলি। চলতি সপ্তাহ থেকে রাজ্যের বাজারে ইলিশের জোগান বাড়তে চলেছে। মাছের ওজনও বেশ ভালো।

কাটতে পারে ৩ বছরের খরা, জালে দেখা দিয়েছে ইলিশ

স্বাভাবিকভাবেই গত তিন বছরের ইলিশের খরা কাটার সম্ভাবনা তৈরী হয়েছে বলে মত ইউনিয়নগুলির। এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, “দুর্যোগ কাটতে মাছ ধরার জন্য ট্রলার গুলি সমুদ্রে পাড়ি দিয়েছিল।

কাটতে পারে ৩ বছরের খরা, জালে দেখা দিয়েছে ইলিশ

তবে সমুদ্রে ইলিশের দেখা মিলেছে। গত ২-৩ দিনে প্রায় ১০০ টন ইলিশ বাজারে এসেছে। আগামী ২-৩ দিনে আরও ইলিশ বাজারে আসবে। বাজারে পর্যাপ্ত পরিমাণ ইলিশ এলে, দাম কমারও একটা সম্ভাবনা রয়েছে।”

Most Popular