Friday, April 19, 2024
spot_img
Homeকলকাতা'তৃণমূলের নামে টাকা তুললে পুলিশে দিন' : কর্মীদের কড়া বার্তা মমতার

‘তৃণমূলের নামে টাকা তুললে পুলিশে দিন’ : কর্মীদের কড়া বার্তা মমতার

স্টাফ রিপোর্টার: একুশের সমাবেশ থেকে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে কর্মীদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বলেন,’আমি মনে করি তৃণমূল কংগ্রেস জনগণের পাহারাদার, যদি দেখেন কেউ তৃণমূল কংগ্রেসের নামে টাকা তুলছে বা বদমাইশি করছে তাহলে নিজেরা সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশে দিয়ে আসবেন।

'তৃণমূলের নামে টাকা তুললে পুলিশে দিন' : কর্মীদের কড়া বার্তা মমতার

কারোর কাছে দলের নামে কোনও চাঁদা তুলবেন না। আমরা মেম্বারশিপ করি, তৃণমূল কংগ্রেস কিন্তু ডিসিপ্লিনড দল।কোনও কর্মী যদি খেতে না পান, তাহলে আমাকে খবর দিন, আমার দু-তিন মাস সময় লাগবে। কিন্তু একটা সিস্টেম করে দেব।’

'তৃণমূলের নামে টাকা তুললে পুলিশে দিন' : কর্মীদের কড়া বার্তা মমতার

পাশাপাশি সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তা বলার সময় সতর্কতা অবলম্বনের বার্তা দিয়ে তৃণমূলনেত্রী বলেছেন, ‘প্রেসের কাছে যা ইচ্ছে তাই বলবেন না। পার্টির অনুমতি ছাড়া নিজেকে বড় করবেন না। মনে রাখবেন ব্যক্তির থেকেও দল বড়। সেটুকু কথাই আমি বলব যেটুকু কথা আমার মুখে বলা সাজে।’

Most Popular