Friday, March 29, 2024
Homeরাজ্যআদালতের অনুমতি মিললেও উলুবেড়িয়ার সভা বাতিল শুভেন্দুর

আদালতের অনুমতি মিললেও উলুবেড়িয়ার সভা বাতিল শুভেন্দুর

স্টাফ রিপোর্টার: শর্তসাপেক্ষে অনুমতি মিললেও উলুবেড়িয়ায় সভা করবে না বিজেপি। উলুবেড়িয়ায় গিয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বুধবার শর্তসাপেক্ষে উলুবেড়িয়ায় শুভেন্দুর সভার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।

আদালতের অনুমতি মিললেও উলুবেড়িয়ার সভা বাতিল শুভেন্দুর

সভা নিয়ে হাইকোর্ট বলে , রাত ৮টায় সভা শুরু করতে পারবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে লোক সভায় যোগ দিতে যেতে পারবে। রাত ১০টার পরে সভা চালানো যাবে না।সভায় ২০টির বেশি লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। উলুবেড়িয়ার মহকুমাশাসকে এমন স্বাধীনতা দেওয়া হয়েছে যাতে তিনি মাইক কোথায় লাগানো যাবে তা ঠিক করতে পারবেন।

আদালতের অনুমতি মিললেও উলুবেড়িয়ার সভা বাতিল শুভেন্দুর

২০টির বেশি লাউডস্পিকার হলে বাদ দিতেও পারবেন। ওই জায়গায় গত কয়েক মাসের আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে সভা থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। তবে আগে যে জায়গায় সভা করবে বলেছিল, সেখানে অনুমতি মেলেনি।

আদালতের অনুমতি মিললেও উলুবেড়িয়ার সভা বাতিল শুভেন্দুর

আদালতে লড়াইয়ের শেষে শর্তসাপেক্ষে অনুমতি মিললেও উলুবেড়িয়ায় সভা করবে না বলে ঘোষণা করেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।স্থান ও সময় পছন্দ না হওয়াতেই সমাবেশ বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন শুভেন্দু। পরিবর্তে আগামী ২৭ জুলাই প্রতিবাদ সভার ডাক দিয়েছেন শুভেন্দু।

Most Popular