Thursday, April 25, 2024
spot_img
Homeদেশআজ থেকে শুরু বাদল অধিবেশন, কেন্দ্রের নজরে ২৪টি বিল, তৈরি বিরোধীরাও

আজ থেকে শুরু বাদল অধিবেশন, কেন্দ্রের নজরে ২৪টি বিল, তৈরি বিরোধীরাও

সংবাদ সংস্থা : আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন।চলবে ১২ আগস্ট পর্যন্ত। বাদল অধিবেশনে অন্তত ২৪টি নতুন বিল আনতে প্রস্তুত কেন্দ্র। সূত্রের খবর, এর মধ্যে আছে ক্যান্টনমেন্ট বিল এবং মাল্টি-স্টেট কোঅপারেটিভ সোসাইটিজ বিল। ছত্তিশগড় এবং তামিলনাড়ুর তফশিলি জাতি এবং তফশিলি উপজাতিদের তালিকা সংশোধনের জন্য দুটি আলাদা নতুন বিল আনা হবে বলে খবর।

আজ থেকে শুরু বাদল অধিবেশন, কেন্দ্রের নজরে ২৪টি বিল, তৈরি বিরোধীরাও

এছাড়াও যে সব বিল আনা হতে পারে তা হল কফি (প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট) বিল, ডেভেলপমেন্ট অফ এন্টারপ্রাইজেস অ্যান্ড সার্ভিসেস হাব বিল, জিওগ্রাফিকাল ইন্ডিকেশন অফ গুডস বিল, ওয়্যারহাউজিং বিল এবং কম্পিটিশন বিল। ২৪টি বিল ছাড়াও আরও ৮টি বিল সংসদের দুই কক্ষে আনা হতে পারে।

আজ থেকে শুরু বাদল অধিবেশন, কেন্দ্রের নজরে ২৪টি বিল, তৈরি বিরোধীরাও

এদিকে বিরোধী দলগুলির হাতেও রয়েছে একাধিক ইস্যু। লোকসভা এবং রাজ্যসভায় কংগ্রেস, তৃণমূলের হাতিয়ার হবে মুদ্রাস্ফীতি, অগ্নিপথ প্রকল্প। রান্নার গ্যাস সহ মূল্যবৃদ্ধি, বেকারত্ব, রুপির দাম পড়ে যাওয়া ইস্যুগুলো নিয়ে সবথেকে বেশি সোচ্চার হবে বিরোধীরা। এর সঙ্গেই থাকবে অগ্নিপথ ইস্যু, লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তাপের প্রসঙ্গ।

আজ থেকে শুরু বাদল অধিবেশন, কেন্দ্রের নজরে ২৪টি বিল, তৈরি বিরোধীরাও

পাশাপাশি, মহারাষ্ট্রের সরকার পরিবর্তনের বিষয়টি নিয়েও উত্তপ্ত হতে পারে সংসদ।উল্লেখ্য, বর্তমান সংসদ ভবনে এটিই শেষ অধিবেশন হতে পারে। কারণ লোকসভার স্পিকার ইতিমধ্যেই বেশ কয়েকবার ঘোষণা করেছেন, ২০২২ সালের শীতকালীন অধিবেশন নতুন ভবনে অনুষ্ঠিত হবে।

Most Popular