Friday, March 29, 2024
Homeরাজ্যরাজ্যে করোনায় মৃত বেড়ে ৬, পুলিশ- প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যসচিবের

রাজ্যে করোনায় মৃত বেড়ে ৬, পুলিশ- প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যসচিবের

স্টাফ রিপোর্টার: রাজ্যে ফের বাড়ছে করোনা। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে।রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।এমন পরিস্থিতিতে করোনা নিয়ে জরুরি বৈঠক সারল নবান্ন।

রাজ্যে করোনায় মৃত বেড়ে ৬, পুলিশ- প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যসচিবের

শনিবার জেলাশাসকদের সঙ্গে ভারচুয়ালি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠক শেষে করোনাবিধি কার্যকর করতে একাধিক পরামর্শ দেন তিনি।এ দিনের বৈঠকে ফের কোভিড বিধিনিষেধ মেনে চলার উপরে জোর দেন মুখ্যসচিব৷ কোন কোন জেলায় করোনা সংক্রমণ কী হারে বাড়ছে, এ দিনের বৈঠকে তাও প্রেজেন্টেশন আকারে পুলিশ প্রশাসনের কর্তাদের সামনে তুলে ধরা হয়৷

রাজ্যে করোনায় মৃত বেড়ে ৬, পুলিশ- প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যসচিবের

করোনা বিধি মেনে চলার পাশাপাশি বুস্টার ডোজ গ্রহিতার সংখ্যা যাতে বাড়ে, সে বিষয়েও জোর দিচ্ছে রাজ্য৷ নির্দিষ্ট সময়সীমার আগে যাতে বুস্টার ডোজের লক্ষ্যমাত্রা শেষ করা যায়, এ দিনের বৈঠকে সেই নির্দেশও দেওয়া হয়েছে৷ বৈঠকে মুখ্যসচিব স্পষ্ট বলেন, রাজ্যে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে৷

রাজ্যে করোনায় মৃত বেড়ে ৬, পুলিশ- প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যসচিবের

সেই অনুযায়ী প্রয়োজনে বাজারের মতো জনবহুল জায়গাগুলিতে গিয়ে পুলিশ যাতে সাধারণ মানুষকে মাস্ক পরা, শারীরিক দূরত্ব মেনে চলার মতো বিষয়গুলি নিয়ে সতর্ক করে৷

Most Popular