Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যশুভেন্দুর বিরুদ্ধে মামলা করে ভর্ৎসনার মুখে রাজ্য

শুভেন্দুর বিরুদ্ধে মামলা করে ভর্ৎসনার মুখে রাজ্য

স্টাফ রিপোর্টার: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে ফের একবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্য সরকারের আইনজীবীকে।বিধানসভার অন্দরেই তৃণমূলের ৪ বিধায়ক বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, সৌমেন রায় এবং তন্ময় ঘোষকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

শুভেন্দুর বিরুদ্ধে মামলা করে ভর্ৎসনার মুখে রাজ্য

যাঁরা প্রত্যেকে বিজেপির প্রতীকে গত বিধানসভা ভোটে জিতলেও, পরে তৃণমূলের পতাকা হাতে নেন। সেই ঘটনার পর হাইকোর্টে মামলাও দায়ের হয়। গত মার্চে দায়ের সেই অভিযোগ খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। যার শুনানিতে বুধবার আদালতের প্রশ্নের মুখে পড়ল সরকারই।

শুভেন্দুর বিরুদ্ধে মামলা করে ভর্ৎসনার মুখে রাজ্য

এই প্রসঙ্গে বিচারপতি বিচারপতি বিবেক চৌধুরী বিধানসভার আইনজীবীকে বলেন, ” বাম আমলে বিধানসভার প্রাচীন স্থাপত্য ভাঙচুর হয়েছে, হেরিটেজ , আসবাব ভাঙচুর হয়েছে। সেগুলির ক্ষেত্রে কী হয়েছে ? সেই বিরোধীরা এখন শাসক হয়েছে। আপনারা যখন করেছেন তখন সেটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয় ছিল, তাহলে এখন কেন আদালতে মামলা আসছে ?

শুভেন্দুর বিরুদ্ধে মামলা করে ভর্ৎসনার মুখে রাজ্য

সেক্ষেত্রে কটা অভিযোগ দায়ের হয়েছিল? তদন্ত কতদূর এগিয়েছে আমি জানতে চাই। বিচারপতি হিসাবে নয়, সাধারণ মানুষ হিসাবে জানতে চাই। বিধানসভার ভিতরের ঘটনা নিয়ে আদালত বিচার করবে কেন? ক্ষমতাসীন দল হয়ে গেলেই সব মাফ? ”

শুভেন্দুর বিরুদ্ধে মামলা করে ভর্ৎসনার মুখে রাজ্য

অপরদিকে এদিন সারদা কাণ্ডে তাঁর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে আইনজীবী রমাপ্রসাদ সরকার। রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ করুক সিবিআই, এই আরজি মামলাকারীর। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা।

Most Popular