Saturday, April 20, 2024
spot_img
Homeদেশমোদীর হাতে যাত্রা শুরু দেওঘর বিমানবন্দরের

মোদীর হাতে যাত্রা শুরু দেওঘর বিমানবন্দরের

সংবাদ সংস্থা: মঙ্গলবার দেওঘর বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৫৭ একর জমির উপর ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিমানবন্দর থেকে দেওঘর-কলকাতা ইন্ডিগো বিমানের সূচনাও করেন।

মোদীর হাতে যাত্রা শুরু দেওঘর বিমানবন্দরের

২০১৮ সালের মে’তে দেওঘর বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদী। যে বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য ২,৫০০ মিটার। অর্থাৎ অনায়াসে এয়ারবাস এ৩২০ বিমান ওঠানামা করতে পারবে। মঙ্গলবার সেই বিমানবন্দর উদ্বোধনের পর মোদী জানান,

মোদীর হাতে যাত্রা শুরু দেওঘর বিমানবন্দরের

দেওঘরেও বিমানবন্দর তৈরি হওয়ার স্বপ্নপূরণ হয়েছে। যে বিমানবন্দরের ফলে ঝাড়খণ্ড তো বটেই, পড়শি রাজ্য পশ্চিমবঙ্গ, বিহারের প্রচুর মানুষ উপকৃত হবেন বলে জানান মোদী।

Most Popular