Friday, April 19, 2024
spot_img
Homeদেশদ্রৌপদী মুর্মুর সমর্থনে শিবসেনা সাংসদরা

দ্রৌপদী মুর্মুর সমর্থনে শিবসেনা সাংসদরা

সংবাদ সংস্থা: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এবার উদ্ধব ঠাকরের উপর চাপ তৈরি করলেন শিবসেনা সাংসদরা । যশবন্ত সিনহা নন, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর হয়ে সওয়াল করলেন সাংসদরা। সোমবার দলীয় সাংসদদের একটি বৈঠক ডেকেছিলেন উদ্ধব। মহারাষ্ট্রের জনজাতী গোষ্ঠীর সমর্থনের দিকে তাকিয়ে দ্রৌপদীর হয়ে সাংসদরা সওয়াল করেছেন বলে জানা গেছে।

দ্রৌপদী মুর্মুর সমর্থনে শিবসেনা সাংসদরা

রাষ্ট্রপতি নির্বাচনে কোন দিকে যাবে শিবসেনা, সে ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি। বর্তমান লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে শিবেসনার ১৮ জন সাংসদ রয়েছেন। এনডিএ প্রার্থীকে সমর্থন করার পিছনে সাংসদের যুক্তি, মহারাষ্ট্রে বহু জনজাতি গোষ্ঠীর বসবাস।

দ্রৌপদী মুর্মুর সমর্থনে শিবসেনা সাংসদরা

দ্রৌপদী মুর্মু নিজে জনজাতি সম্প্রদায়ভুক্ত। জনজাতির সমর্থনের জন্য এনডিএ প্রার্থীকেই সমর্থনের কথা জানানো হয়। যদিও এ নিয়ে মুখতে খুলতে রাজি হননি উদ্ধব ঘনিষ্ঠ সাংসদ সঞ্জয় রাউত। দ্রৌপদীকে সমর্থন করতে রাউত রাজি নন বলে জানা গেছে।

Most Popular