Thursday, April 25, 2024
spot_img
Homeদেশনয়া সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক উন্মোচন প্রধানমন্ত্রীর

নয়া সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক উন্মোচন প্রধানমন্ত্রীর

সংবাদ সংস্থা: সোমবার নির্মীয়মাণ নতুন সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রতীকটি ব্রোঞ্জ দিয়ে তৈরি । এটির মোট ওজন 9500 কেজি এবং উচ্চতা 6.5 মিটার । জাতীয় প্রতীকটি ক্লে মডেলিং, কম্পিউটার গ্রাফিক্স থেকে শুরু করে মোট আটটি ধাপে তৈরি করা হয়েছে।

নয়া সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক উন্মোচন প্রধানমন্ত্রীর

64,500 বর্গমিটার এলাকা জুড়ে সংসদ ভবনটি তৈরি হচ্ছে ৷ নতুন সংসদ ভবনে লোকসভায় 888 জন সদস্যের বসার ব্যবস্থা করা হচ্ছে ৷ আর রাজ্যসভায় থাকবে 384 জনের বসার ব্যবস্থা ৷ প্রথমে চলতি বছরের স্বাধীনতা দিবসের আগেই এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ৷

নয়া সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক উন্মোচন প্রধানমন্ত্রীর

যদিও ইতিমধ্যে জানানো হয়েছে, অক্টোবরের আগে ভবন নির্মাণের কাজ শেষ হবে না ।এদিন প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ।

Most Popular