Friday, March 29, 2024
Homeদেশভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র, তেলঙ্গানার জারি লাল সতর্কতা

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র, তেলঙ্গানার জারি লাল সতর্কতা

সংবাদ সংস্থা: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, তেলঙ্গানা, কর্নাটকের বিভিন্ন এলাকা। মহারাষ্ট্রের ১৩০টি গ্রাম বিধ্বস্ত চেহারা নিয়েছে। তার মধ্যে ১২৮টি গ্রামের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জানা গিয়েছে, পূর্ব মহারাষ্ট্রের গঢ়ছিরৌলি জেলায় ১২৮টি গ্রাম সম্পূর্ণ যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র, তেলঙ্গানার জারি লাল সতর্কতা

একই অবস্থা মরাঠওয়াড়া অঞ্চলের হিঙ্গোলি ও নান্দেড জেলায়। শুক্রবার ও শনিবার সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।মহারাষ্ট্রের পাশাপাশি তেলঙ্গানাতেও ভারী বৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র, তেলঙ্গানার জারি লাল সতর্কতা

জয়শঙ্কর ভুপালপল্লি, নিজামাবাদ ও রাজন্ন সিরসিল্লা জেলায় ভারী বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

Most Popular