Friday, March 29, 2024
Homeদেশসুপ্রিম কোর্টে মাত্র 5 দিনের অন্তর্বর্তী জামিন মহম্মদ জুবেরের

সুপ্রিম কোর্টে মাত্র 5 দিনের অন্তর্বর্তী জামিন মহম্মদ জুবেরের

সংবাদ সংস্থা: অন্তর্বর্তী জামিন পেলেন ফ্যাক্টচেকার মহম্মদ জুবের ৷ তবে মাত্র পাঁচদিনের জন্য ৷ সাময়িক স্বস্তি মিললেও এখনই মুক্তি পাচ্ছেন না অল্ট-নিউজের সহ-প্রতিষ্ঠাতা ৷ 1 জুন জুবেরের একটি টুইট নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনেন হিন্দু শের সেনার জেলা সভাপতি ভগওয়ান শরন ৷ তারই ভিত্তিতে 4 জুলাই উত্তরপ্রদেশের সীতাপুর পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷

সুপ্রিম কোর্টে মাত্র 5 দিনের অন্তর্বর্তী জামিন মহম্মদ জুবেরের

এর বিরুদ্ধে তিনি এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানান ৷ কিন্তু আদালত তাঁর এফআইআর খারিজের আবেদন বাতিল করে দেয় ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই জুবের দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ বৃহস্পতিবার তাঁর আইনজীবী এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে ৷

সুপ্রিম কোর্টে মাত্র 5 দিনের অন্তর্বর্তী জামিন মহম্মদ জুবেরের

শুক্রবার বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জেকে মাহেশ্বরীর অবসরকালীন বেঞ্চ অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার এই জামিন মঞ্জুর করে৷ তবে দুই বিচারপতি শর্ত দিয়েছেন, জুবের এই সময়ের মধ্যে টুইটারে মামলা সংক্রান্ত কোনও কিছু পোস্ট করতে পারবেন না ৷ সীতাপুর ম্যাজিস্ট্রেট কোর্টের অধীনে থাকা এলাকা ছেড়ে কোথাও যেতে পারবেন না ফ্যাক্টচেকার ৷

Most Popular