Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্য‘ভাবলে খারাপ লাগে, বিধানসভায় বামেদের কেউ নেই’, জ্যোতি বসুর জন্মদিনে আক্ষেপ স্পিকারের

‘ভাবলে খারাপ লাগে, বিধানসভায় বামেদের কেউ নেই’, জ্যোতি বসুর জন্মদিনে আক্ষেপ স্পিকারের

স্টাফ রিপোর্টার: শুক্রবার পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯ তন জন্মদিনে বিধানসভায় তাঁর তৈলচিত্রে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটযুদ্ধে একটি আসনও পায়নি বামেরা। ফলে স্বাভাবিকভাবেই বিধানসভায় বাম প্রতিনিধি নেই।

‘ভাবলে খারাপ লাগে, বিধানসভায় বামেদের কেউ নেই’, জ্যোতি বসুর জন্মদিনে আক্ষেপ স্পিকারের

ফলে গতবছরের মতো এবারও জ্যোতি বসুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তৃণমূল বিধায়করা। প্রথমেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জ্যোতিবাবুর তৈলচিত্রে মাল্যদান করেন। এরপর তিনি বলেন, “৩৪ বছর যে দলটা শাসন করেছে, যাদের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ ছিল, কিন্তু সেই দলটার কোনও প্রতিনিধি না থাকাটা দুর্ভাগ্যজনক।

‘ভাবলে খারাপ লাগে, বিধানসভায় বামেদের কেউ নেই’, জ্যোতি বসুর জন্মদিনে আক্ষেপ স্পিকারের

”এরপর জ্যোতি বসুর ছবিতে মাল্যদানের পর ফিরহাদ হাকিম বলেন, “রাজনৈতিকভাবে বিরোধ থাকতেই পারে। কিন্তু সমস্ত গুণী মানুষকে আমরা শ্রদ্ধা জানাই। এটাই আমাদের প্রথা।” বিজেপি প্রসঙ্গে তাঁর বক্তব্য, “বর্বর দল। জ্যোতিবাবু বলতেন, ঠিক বলতেন।”

Most Popular