Thursday, April 25, 2024
spot_img
Homeদেশদাম কমছে ওষুধের

দাম কমছে ওষুধের

সংবাদ সংস্থা : জুলাইয়ের শেষ থেকে দামকমতে চলেছে বেশ কিছু ওষুধের। গত ৩০ জুন কেন্দ্রীয় সরকারের তরফে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ-সহ বেশ কয়েকটি ওষুধের দাম কমানোর কথা জানানো হয়। তারপরেই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) ৮৪ টি ফর্মুলেশনের মূল্য বেঁধে দিয়েছে।

দাম কমছে ওষুধের

যার প্রভাব বাজারে পড়তে জুলাইয়ের শেষ হয়ে যাবে।এক্ষেত্রে সব থেকে বেশি দাম কমছে ডায়াবেটিসের ওষুধের। সিটাগ্লিপটিন ফসফেট ভিত্তিক ফর্মুলেশনের ওষুধের দাম সব থেকে বেশি কমতে চলেছে।ডায়াবেটিসের চিকিৎসার জন্য ব্যবহার করা ওই ওষুধের ১০ টিক একটি স্ট্রিপের দাম এখন ৩৪৭ টাকা।

দাম কমছে ওষুধের

এনপিপিএ-র নতুন আদেশের ফলে দাম প্রায় অর্ধেক হয়ে যাবে।উচ্চ রক্তাচাপ ও করোনারি ধমনী রোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যামলোডিপাইন বেসিলেটের দামও উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব করা হয়েছে।

দাম কমছে ওষুধের

এই এই ওষুধের জনপ্রিয় ব্র্যান্ডের প্রতি স্ট্রিপের দাম ৪৭০ টাকা পর্যন্ত। তবে নতুন অর্ডারের ক্ষেত্রে ফর্মুলেশনের প্রতি স্ট্রিপের দাম ৯৭ থেকে ১৭০ টাকার মধ্যে পরিবর্তিত হতে পারে।

Most Popular