Friday, April 19, 2024
spot_img
Homeরাজনীতি‘দিদিকে বলো’র ধাঁচে এবার ‘বিধায়ককে বলো’ কর্মসূচি

‘দিদিকে বলো’র ধাঁচে এবার ‘বিধায়ককে বলো’ কর্মসূচি

স্টাফ রিপোর্টার: ‘দিদিকে বলো’ কর্মসূচি তৃতীয় বার ক্ষমতায় ফিরতে সাহায্য করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ধাঁচেই এবার তৃণমূলে শুরু হল ‘বিধায়ককে বলো’ কর্মসূচি।এই জনসংযোগ কর্মসূচি চালু করেছেন দক্ষিণ কলকাতা তৃণমূলের জেলা সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার।

‘দিদিকে বলো’র ধাঁচে এবার ‘বিধায়ককে বলো’ কর্মসূচি

তবে শুধু রাসবিহারীর বিধায়কই নন এই একই জনসংযোগ কর্মসূচি নিয়েছেন রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিও। দেবাশসি কুমারের কর্মসূচির নাম ‘বিধায়ককে বলো’। আর অদিতি মুন্সির কর্মসূচির নাম ‘আমার কথা বিধায়কের কাছে’।

‘দিদিকে বলো’র ধাঁচে এবার ‘বিধায়ককে বলো’ কর্মসূচি

এলাকার সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে যেতে হেল্পলাইন চালু করেছেন অদিতি। সেই হেল্পলাইন নম্বর– ৬২৮৯৮৯৬৬৫৮। এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই বাসিন্দারা যোগাযোগ করতে পারবেন বিধায়কের সঙ্গে। জানাতে পারবেন নিজেদের সমস্যার কথা।

‘দিদিকে বলো’র ধাঁচে এবার ‘বিধায়ককে বলো’ কর্মসূচি

পাশাপাশি আগামী সোমবার দক্ষিণ কলকাতার সুদেশ ভবনে একটি কর্মসূচির ঘোষণা করবেন দেবাশিস। সেখানে ‘কিউআর কোড’ ব্যবহার করে রাসবিহারী বিধানসভার বাসিন্দারা তাঁদের অভিযোগ জানাতে পারবেন।

Most Popular