Thursday, April 18, 2024
spot_img
Homeদেশখুব তাড়াতাড়ি পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে বাংলা, দাবি অমিত শাহের, কটাক্ষ তৃণমূলের

খুব তাড়াতাড়ি পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে বাংলা, দাবি অমিত শাহের, কটাক্ষ তৃণমূলের

স্টাফ রিপোর্টার: রবিবার ছিল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় এবং শেষ দিন।তেলঙ্গানার হায়দরাবাদে এই বৈঠকে এদিন রাজনৈতিক প্রস্তাব পেশ করলেন অমিত শাহ। সূত্রের খবর, প্রস্তাব পেশের সময় অমিত শাহ বলেছেন, ‘খুব শীঘ্রই বাংলা এবং তেলঙ্গানা পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে। শীঘ্রই সেখানে বিজেপি জয়ী হবে।’

খুব তাড়াতাড়ি পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে বাংলা, দাবি অমিত শাহের, কটাক্ষ তৃণমূলের

এদিন বিজেপির রাজনৈতিক প্রস্তাবে কংগ্রেসকে নিশানা করেছে পদ্মশিবির। সেখানে বলা হয়েছে, ‘কংগ্রেস-সহ বেশিরভাগ বিরোধী দল পরিবারতান্ত্রিক, নীতিহীন, দুর্নীতিগ্রস্ত, সুবিধাবাদী রাজনীতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আগে ভোট জাতিবাদ, পরিবারবাদ ও তুষ্টিকরণের ভিত্তিতে হত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখান থেকে মুক্তি পেয়েছে।

খুব তাড়াতাড়ি পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে বাংলা, দাবি অমিত শাহের, কটাক্ষ তৃণমূলের

বর্তমানে নির্বাচন পলিটিক্স অফ পারফরম্যান্স ও ডেভলপমেন্টের উপর হয়। বাংলা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওডিশা- বিজেপির সরকার তৈরি হবে। সুরক্ষিত ও সমৃদ্ধ ভারতের জন্য বিজেপির সরকারের প্রয়োজন রয়েছে।’ তবে রবিবার অমিতের বক্তব্য শোনার পরে তৃণমূলের কুণাল বলেন,

খুব তাড়াতাড়ি পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে বাংলা, দাবি অমিত শাহের, কটাক্ষ তৃণমূলের

‘‘পরিবারতন্ত্রের কথা বিজেপি কী করে বলছে? অধিকারী প্রাইভেট লিমিটেডের সাইনবোর্ড তো বিজেপির দেওয়ালে ঝুলছে। সিন্ধিয়ারা তো বটেই, রাজ্যে রাজ্য বিজেপি পরিবারতন্ত্র চালায়। আর বাংলায় তো মানুষের সরকার চলছে।’’

Most Popular