Saturday, April 20, 2024
spot_img
HomeUncategorizedহেলমেটে ক্যামেরা, ভারত-ইংল্যান্ড টেস্টে নয়া চমক

হেলমেটে ক্যামেরা, ভারত-ইংল্যান্ড টেস্টে নয়া চমক

সংবাদ সংস্থা : স্কাই স্পোর্টস প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের কভারেজকে আকর্ষণীয় করতে একটি নতুনত্ব টেকনলজি আনতে চলেছে। এখানে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা একজন খেলোয়াড়ের হেলমেটে একটি ক্যামেরা বসানো থাকবে।স্কাই স্পোর্টস আজ থেকে শুরু হওয়া ভারতের বিরুদ্ধে গত বছরের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি কভারেজ করবে।

হেলমেটে ক্যামেরা, ভারত-ইংল্যান্ড টেস্টে নয়া চমক

আর তাতেই তারা নতুনত্ব আনতে চলেছে। সূত্রের খবর, ইংল্যান্ডের ক্রিকেটার অলি পোপ শর্ট লেগে ফিল্ডিং করার সময় তার হেলমেটে ক্যামেরা লাগান থাকবে৷ টেস্ট ক্রিকেটে এটিই প্রথম। এটি আইসিসি এবং ইসিবি উভয়ই পাস করেছে। এইভাবে, দর্শকরা একটি এক্সক্লুসিভ ভিউ পাবেন।

হেলমেটে ক্যামেরা, ভারত-ইংল্যান্ড টেস্টে নয়া চমক

স্কাই স্পোর্টস আশা করে যে এটি ‘দর্শকদের মাঝখানে ক্রিকেটিং অ্যাকশনের একটি অনন্য দৃশ্য দেবে।’ প্লেয়াররা একে অপরকে কী বলে ক্যামেরা কোনও শব্দ রেকর্ড করবে না। সুতরাং দর্শকরা শুধু ব্যাটসম্যানদের বা ফিল্ডারদের দেখতেই পাবে। আগে থেকেই একটি স্টাম্প মাইক থাকে যা পৃথক মুহূর্ত রেকর্ড করে।

হেলমেটে ক্যামেরা, ভারত-ইংল্যান্ড টেস্টে নয়া চমক

স্কাই গত বছর দ্য হান্ড্রেডের প্রথম সংস্করণে একই ধরনের টেকনোলজি ব্যবহার করেছিল। এমন নতুন টেকনলজিতে ক্রিকেট দেখার দৃষ্টি ভঙ্গি বদলে যাবে।

Most Popular