Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যশুভেন্দুকে নেতাই যেতে বাধা, ডিজি, এসপি’‌র বিরুদ্ধে রুল জারি

শুভেন্দুকে নেতাই যেতে বাধা, ডিজি, এসপি’‌র বিরুদ্ধে রুল জারি

স্টাফ রিপোর্টার: আদালত অবমাননার মামলায় রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। নেতাই যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার জন্যই এই তিন আধিকারিককে শোকজ করা হল।

শুভেন্দুকে নেতাই যেতে বাধা, ডিজি, এসপি’‌র বিরুদ্ধে রুল জারি

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে ৩০ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হয়ে ওই আধিকারিকদের শোকজের জবাব দিতে হবে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাই গণহত্যায় মৃতদের শ্রদ্ধা জানাতে গত 8 জানুয়ারি ঝাড়গ্রামের নেতাই গ্রামে যাচ্ছিলেন। কিন্তু তার 20 কিলোমিটার আগেই তাঁকে আটকে দেওয়া হয়।

শুভেন্দুকে নেতাই যেতে বাধা, ডিজি, এসপি’‌র বিরুদ্ধে রুল জারি

সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার, এসপি ও ডিজির নির্দেশে রাস্তাতেই তাঁকে আটকে দিয়ে তাঁকে ফিরে যেতে বাধ্য করেন৷আদালত সূত্রে খবর,‌ ২০২১ সালে এই ইস্যুতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে হাজির হয়ে আশ্বস্ত করেন, রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন বিরোধী দলনেতা।

শুভেন্দুকে নেতাই যেতে বাধা, ডিজি, এসপি’‌র বিরুদ্ধে রুল জারি

রাজ্যই তার প্রয়োজনীয় নিরাপত্তা দেবে।সেখানে এই ঘটনা ঘটনায় তা আদালত অবমাননার মধ্যে পড়ে। তাই রুল জারি করল কলকাতা হাইকোর্ট

Most Popular