Saturday, April 20, 2024
spot_img
HomeUncategorizedমুম্বইকে হারিয়ে রঞ্জিতে প্রথম বার চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ

মুম্বইকে হারিয়ে রঞ্জিতে প্রথম বার চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ

সংবাদ সংস্থা : মুম্বইয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে রঞ্জিতে প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল মধ্যপ্রদেশ।রঞ্জি ফাইনালের শেষ দিনের সকালে মুম্বইকে রীতিমতো চোখে সর্ষেফুল দেখিয়ে দেন আইপিএলের টিম মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ বোলার কুমার কার্তিকেয়। তাঁর দাপটেই লাঞ্চের আগে গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস। কার্তিকেয় দ্বিতীয় ইনিংসে মোট ৪ উইকেট তুলে নেন।

মুম্বইকে হারিয়ে রঞ্জিতে প্রথম বার চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ

চতুর্থ দিনের শেষে মুম্বইয়ের রান ছিল ২ উইকেটে ১১৩ রান।রবিবার মুম্বইয়ের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৬৯ রানে। মাত্র ১০৮ রান লক্ষ্য হয় মধ্যপ্রদেশের। যা ৪ উইকেট হারিয়ে সহজে তুলে নেন রজত পতিদাররা।শুরুতেই মধ্যপ্রদেশের এক উইকেট তুলে নিলেও, হিমাংশু মন্ত্রী ও শুভম শর্মা ইনিংস গোছানোর কাজ শুরু করেন। হিমাংশু মন্ত্রী ব্যক্তিগত ৩৭ রানে আউট হন।

মুম্বইকে হারিয়ে রঞ্জিতে প্রথম বার চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ

তখন মধ্যপ্রদেশের রান ৫৪। পার্থ সাহানি মাত্র ৫ রানে ফিরে যান। শুভম শর্মা ও রজত পাতিদার ইনিংস টেনে নিয়ে যান। শুভম শর্মা (৩০) যখন প্যাভিলিয়নে ফেরেন তখন মধ্যপ্রদেশ জয়ের গন্ধ পেতে শুরু করে। পাতিদার (৩০) ও আদিত্য শ্রীবাস্তব (১) অপরাজিত থেকে মধ্যপ্রদেশকে জয় এনে দেন।৪১ বারের রঞ্জি জয়ীদের হারিয়ে প্রথম বার রঞ্জি জয়ে আনন্দে আত্মহারা ক্রিকেটাররা।

মুম্বইকে হারিয়ে রঞ্জিতে প্রথম বার চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ ২৩ বছর আগে যখন রঞ্জির ফাইনাল খেলেছিল, তখন সেই দলের অধিনায়ক ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। সে বার তিনি দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। আর এ বার তিনি মধ্যপ্রদেশের কোচ। মাঠের বাইরে থেকে নিখুঁত অঙ্কে এই বারের হিসেবটা একেবারে মিলিয়ে ফেললেন চন্দ্রকান্ত পণ্ডিত। আর সেই সঙ্গেই ইতিহাস লিখে ফেলল মধ্যপ্রদেশ।

Most Popular