Saturday, April 20, 2024
spot_img
Homeদেশজরুরি অবস্থা প্রসঙ্গে ‘মন কি বাতে’ অকপট মোদী

জরুরি অবস্থা প্রসঙ্গে ‘মন কি বাতে’ অকপট মোদী

সংবাদ সংস্থা : জরুরি অবস্থার বর্ষপূর্তির আবহে ৪৭ বছর আগের ‘অন্ধকারময়’ দিনগুলোর কথা ‘মন কি বাত’-এ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী ৯০তম রেডিও বার্তায় বললেন, ‘‘অতীতের সেই সব দিন ভোলা যায় না।’’ ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল।

জরুরি অবস্থা প্রসঙ্গে ‘মন কি বাতে’ অকপট মোদী

এই প্রসঙ্গে রবিবার মোদী বলেন, ‘‘গণতন্ত্রকে পিষে দেওয়ার চেষ্টা হয়েছিল। দেশের মানুষ জরুরি অবস্থাকে দূরে সরিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। গণতন্ত্রের কাছে স্বৈরতন্ত্র হেরেছিল।’’ জরুরি অবস্থার কথা বলতে গিয়ে কিশোর কুমারের প্রসঙ্গও টেনেছেন মোদী। তিনি বলেছেন, ‘‘আমার মনে আছে, বিখ্যাত সঙ্গীতশিল্পী কিশোর কুমারকে নিষিদ্ধ করা হয়েছিল।

জরুরি অবস্থা প্রসঙ্গে ‘মন কি বাতে’ অকপট মোদী

রেডিওতে ওঁকে অনুমতি দেওয়া হয়নি। শ’য়ে শ’য়ে মানুষকে গ্রেফতার করা হয়েছিল। অত্যাচার করা হয়েছিল। তবুও গণতন্ত্রকে নড়িয়ে দেওয়া যায়নি।’’ উল্লেখ্য, অতীতেও জরুরি অবস্থা প্রসঙ্গে কংগ্রেসকে নাম না করে নিশানা করতে দেখা গিয়েছিল মোদীকে।

Most Popular