Friday, April 26, 2024
spot_img
Homeজেলাআবারও ডুবে গেল ট্রলার, উদ্ধার ১২ জন মৎস্যজীবী

আবারও ডুবে গেল ট্রলার, উদ্ধার ১২ জন মৎস্যজীবী

বিশ্ব সমাচার, নামখানা : আবারও বঙ্গোপসাগরে ডুবে গেল একটি ট্রলার। এই ট্রলারে মোট ১২ জন মৎস্যজীবী ছিলেন। তবে ১২ জন মৎস্যজীবীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার দশমাইল থেকে এফবি মহামায়া নামক একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়।

আবারও ডুবে গেল ট্রলার, উদ্ধার ১২ জন মৎস্যজীবী

এই ট্রলারে মোট ১২ জন মৎস্যজীবী ছিলেন। রবিবার বিকেলে ট্রলারটি যখন জম্বুদ্বীপ থেকে আরও গভীরে গিয়ে মাছ ধরার জন্য সমূদ্রে জাল ফেলছিল, সেই সময় উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারের নিচের অংশের পাটাতন ফেটে যায়। সঙ্গে সঙ্গে ট্রলারের ভেতরে জল ঢুকতে শুরু করে। এরপরই ট্রলারটি আস্তে আস্তে ডুবতে থাকে।

আবারও ডুবে গেল ট্রলার, উদ্ধার ১২ জন মৎস্যজীবী

এই ঘটনায় ডুবন্ত ট্রলারে থাকা ১২ জন মৎস্যজীবী সমুদ্রের মাঝখানে চিৎকার শুরু করে দেন। এই মৎস্যজীবীদের চিৎকার শুনে, ডুবন্ত ট্রলারের আশেপাশে থাকা ট্রলার গুলি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। এদিন রাতেই উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নামখানার ফেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়।

আবারও ডুবে গেল ট্রলার, উদ্ধার ১২ জন মৎস্যজীবী

তবে ডুবন্ত ট্রলারটিকে উদ্ধারের জন্য বেশ কয়েকটি ট্রলারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এবিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, এফবি মহামায়া নামক একটি ট্রলার সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে গিয়েছে। তবে ট্রলারে থাকা ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আবারও ডুবে গেল ট্রলার, উদ্ধার ১২ জন মৎস্যজীবী

উল্লেখ্য, গত ১৫ই জুন থেকে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। এরপরই পশ্চিমবঙ্গের কয়েক হাজার ট্রলার মাছ ধরার জন্য সমুদ্র পাড়ি দিয়েছে। কিন্তু সমুদ্রে মাছ ধরার মরশুমের ৫ দিন কাটতে না কাটতেই, দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটলো। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Most Popular