Wednesday, April 24, 2024
spot_img
Homeদেশঅসমে বন্যা-ভূমিধসে মৃত তিন শিশুসহ ৩৪

অসমে বন্যা-ভূমিধসে মৃত তিন শিশুসহ ৩৪

সংবাদ সংস্থা : অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪।গত ২৪ ঘণ্টায় তিন শিশু-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মারা গিয়েছেন দুই পুলিশ কর্মীও।চলতি বছরে ধস এবং বন্যায় মোট ৭১ জন মারা গিয়েছেন অসমে। বাজালি, বক্সা, বরপেটা, কাছাড়-সহ ৩৩ টি জেলার বন্যা পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করেছে।

অসমে বন্যা-ভূমিধসে মৃত তিন শিশুসহ ৩৪

তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা। ইতিমধ্যেই খোলা হয়েছে ৭৪৪ টি ক্যাম্প। সেখানে আশ্রয় নিয়েছেন প্রায় ১ লক্ষ ৮৬ হাজার মানুষ। সূত্রের খবর, জলের তলায় রয়েছে ৫ হাজারেরও বেশি গ্রাম। শুধুমাত্র বরপেটা জেলার প্রায় ১৩ লক্ষ মানুষ গৃহহীন।

অসমে বন্যা-ভূমিধসে মৃত তিন শিশুসহ ৩৪

এছাড়াও নগাঁওয়ের প্রায় ৪ লক্ষ এবং দেলগুয়ে প্রায় ৩ লক্ষ ৬৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। অসমের ২৫টি জেলার ১০ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে ইতিমধ্যেই। প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত ২৯ লক্ষ গবাদি পশু।

অসমে বন্যা-ভূমিধসে মৃত তিন শিশুসহ ৩৪

এমনকী কাজিরাঙা অভয়ারণ্যের বেশ কিছু অংশও রয়েছে জলের তলায়। বন্যা কবলিত লক্ষ লক্ষ মানুষ সহায় সম্বলহীন হয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে।

Most Popular