Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যএবার দক্ষিণে ভারী বৃষ্টি, কমবে উত্তরে

এবার দক্ষিণে ভারী বৃষ্টি, কমবে উত্তরে

স্টাফ রিপোর্টার : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় বর্ষার আগমনের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এখনও সে ভাবে ভারী বর্ষণ হয়নি।তবে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এবার দক্ষিণে ভারী বৃষ্টি, কমবে উত্তরে

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না।

এবার দক্ষিণে ভারী বৃষ্টি, কমবে উত্তরে

অন্য দিকে, উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

Most Popular