Saturday, April 20, 2024
spot_img
Homeজেলানদী বাঁধে ধস, আতঙ্কে সাগরবাসী

নদী বাঁধে ধস, আতঙ্কে সাগরবাসী

বিশ্ব সমাচার, সাগর : কংক্রিট বাঁধে বড়সড় ধস ঘিরে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের মুড়িগঙ্গা -২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামনখালি চাঁপাতলা এলাকায়। বাঁধের প্রায় একশ মিটার অংশ পুরোপুরি ধস নেমে নদীর সঙ্গে মিশে গিয়েছে। বর্ষা প্রায় দোরগোড়ায়।

নদী বাঁধে ধস, আতঙ্কে সাগরবাসী

তারমধ্য এই ধসের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। কারণ জোয়ারের জল বাড়লে যে কোন সময় পুরোপুরি ভেঙে যাবে এই নদী বাঁধ। আর সেই কারণেই নদীর জলে প্লাবিত হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই বাঁধ নির্মাণের দায়িত্বে ছিল সেচ দপ্তর।

নদী বাঁধে ধস, আতঙ্কে সাগরবাসী

দপ্তরের কাজের ত্রুটির জন্য বাঁধে ধস নিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কারণ বাঁধে মাটি দেওয়ার জন্য, বাঁধের পাশ থেকেই খাড়াই করে মাটি কেটে নেওয়ায় এই বিপত্তি। স্থানীয় পঞ্চায়েত প্রধানও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

নদী বাঁধে ধস, আতঙ্কে সাগরবাসী

শুক্রবার তিনি সেচ দপ্তরের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মেরামতিতে হাত লাগাবেন বলে জানা গিয়েছে।

Most Popular