Friday, April 19, 2024
spot_img
Homeরাজনীতি৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার

৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : অবশেষে বিজেপির ৭ বিধায়কের সাসপেনশন প্রত্যাহার হল। বৃহস্পতিবার দুপুরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যসচেতক মনোজ টিগ্গাসহ ৭ জনের সাসপেনশন প্রত্যাহার করেন স্পিকার। এদিন দুপুরে বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার

সাসপেনশন প্রত্যাহারের পক্ষে মত দেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো বরিষ্ঠ মন্ত্রীরা। এর পর বিধানসভায় সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব আনের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।সেই প্রস্তাব নিয়ে আলোচনার সময় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা তিক্ততা চাই না।

৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার

সকলকে বলব মোশানকে সমর্থন করুন। আমরা সকলে মিলে বিধানসভা চালাব। কাউকে বাইরে রেখে বিধানসভা চালাতে চাই না। কিন্তু বিধানসভা যেমন বিরোধীদের ছাড়া চলতে পারে না। তেমনই বিরোধীদেরও কিছু দায়িত্ব, কর্তব্য রয়েছে। যা তাঁদের পালন করা উচিত।”

৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার

এরপর বিজেপির আনা দুটো মোশানের উপর ধ্বনি ভোট হয় এবং সাত বিজেপি বিধায়কের উপর থেকে সাসপেনশন উঠে যায়।এবার থেকেই রাজ্য বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারবেন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা-সহ সাত বিধায়ক।

৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার

সাসপেনশন প্রত্যাহারের পর বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, আদালতে ভর্ৎসনার মুখে পড়ে সাসপেনশন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন স্পিকার।

Most Popular