Tuesday, April 23, 2024
spot_img
Homeদেশ৩ দিনে মোট ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, আগামীকাল ফের হাজিরার নির্দেশ রাহুল গান্ধীকে

৩ দিনে মোট ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, আগামীকাল ফের হাজিরার নির্দেশ রাহুল গান্ধীকে

সংবাদ সংস্থা : ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে যুক্ত তহবিল তছরুপের মামলায় সোমবারই প্রথমবার নয়া দিল্লির ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন। সেদিন দু’দফায় তাঁকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছি। এরপর মঙ্গলবারও ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রেহাই মেলেনি বুধবারও।

৩ দিনে মোট ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, আগামীকাল ফের হাজিরার নির্দেশ রাহুল গান্ধীকে

সেদিনও তাঁকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বুধবার রাত সোয়া ৯টা নাগাদই ইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি।তাঁকে আবারও আগামীকাল হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।এদিকে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার ঘটনায় প্রায় প্রতিদিনই দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস।

৩ দিনে মোট ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, আগামীকাল ফের হাজিরার নির্দেশ রাহুল গান্ধীকে

পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। ইডির কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। এমনকী, আজও এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে দিল্লির রাস্তায়।

Most Popular