Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যরাজ্যজুড়ে হিংসায় দায়ের ৪২ মামলা, গ্রেফতার ২০০, কাউকে ছাড়া হবে না: এডিজি

রাজ্যজুড়ে হিংসায় দায়ের ৪২ মামলা, গ্রেফতার ২০০, কাউকে ছাড়া হবে না: এডিজি

স্টাফ রিপোর্টার : নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভের নামে তাণ্ডবকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ। সোমবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। এদিন এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সাম্প্রতিক হিংসায় এখনো পর্যন্ত সব মিলিয়ে ৪২টি এফআইআর রুজু হয়েছে।

রাজ্যজুড়ে হিংসায় দায়ের ৪২ মামলা, গ্রেফতার ২০০, কাউকে ছাড়া হবে না: এডিজি

তার মধ্যে ১৭টি এফআইআর হয়েছে হাওড়া কমিশনারেট এলাকায়। ৯টি এফআইআর হয়েছে হাওড়া গ্রামীণ এলাকায়। ছোট ঘটনাতেও এফআইআর রুজু হয়েছে। পথ অবরোধ, ভাঙচুর, পাথর ছোঁড়া ও আগুন লাগানোর ঘটনায় আলাদা আলাদা অভিযোগ দায়ের করেছে পুলিশ।

রাজ্যজুড়ে হিংসায় দায়ের ৪২ মামলা, গ্রেফতার ২০০, কাউকে ছাড়া হবে না: এডিজি

বিভিন্ন ঘটনায় এখনো পর্যন্ত ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাণ্ডবকারীদের কাউকে ছাড়া হবে না। প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।

Most Popular