Thursday, March 28, 2024
Homeজেলাবারুইপুরকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করার ডাক দিলেন পৌরপ্রধান

বারুইপুরকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করার ডাক দিলেন পৌরপ্রধান

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: কিছুদিন আগে রাজ্যের পরিবহণমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১২৫টি পুরসভাকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করে তুলতে হবে। সেই মতো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার পৌরপ্রধান বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ডের কাউন্সিলরদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছিলেন।

বারুইপুরকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করার ডাক দিলেন পৌরপ্রধান

শনিবার বিকালে কাউন্সিলরদের নিয়ে বারুইপুর পুরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে প্রত্যেকের হাতে একটি করে প্লাকার্ড ছিল। তাতে থার্মোকল ও প্লাস্টিক মুক্ত শহর গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বারুইপুরকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করার ডাক দিলেন পৌরপ্রধান

সেই সঙ্গে সাধারণ মানুষকে বারবার সচেতন করা হয়, আগামী পয়লা জুলাই থেকে কোনও ব্যবসায়ী বা সাধারণ মানুষের হাতে প্লাস্টিক দেখলে ফাইন করা হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ৫০০ টাকা ও সাধারণ মানুষদের ক্ষেত্রে ৫০ টাকা জরিমানা করা হবে।

Most Popular