Thursday, April 25, 2024
spot_img
Homeদেশ‘পুলিশের মধ্যে দেশ বিদ্বেষী মনোভাব’, শাহকে চিঠি বিচারপতির

‘পুলিশের মধ্যে দেশ বিদ্বেষী মনোভাব’, শাহকে চিঠি বিচারপতির

স্টাফ রিপোর্টার: লাদাখ ও কাশ্মীর বেড়াতে গিয়ে পদে পদে হেনস্থার শিকার হতে হয়েছে, এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

‘পুলিশের মধ্যে দেশ বিদ্বেষী মনোভাব’, শাহকে চিঠি বিচারপতির

বিচারপতি জানিয়েছেন, নিয়ম অনুযায়ী, রাস্তা চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনও বিচারপতির কনভয়ে প্রোটোকল অফিসার এবং স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা থাকেন। কিন্তু, কাশ্মীরে থাকাকালীন তাঁকে এই বিষয়ে কোনও সাহায্য করা হয়নি।

‘পুলিশের মধ্যে দেশ বিদ্বেষী মনোভাব’, শাহকে চিঠি বিচারপতির

পুলিশকে ডাকা হলেও তারা আসেনি। দ্রাসের পুলিশ অফিসারদের মধ্যে দেশ বিদ্বেষী মনোভাব রয়েছে বলে বিচারপতি জানান। তিনি বলেন, ‘এক পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলার সময় তিনি আমাকে বলেন যে তিনি তুরতুক এলাকার।

‘পুলিশের মধ্যে দেশ বিদ্বেষী মনোভাব’, শাহকে চিঠি বিচারপতির

তবে সেই তুরতুক নাকি আদতে পাকিস্তানের এলাকা। ভারত অবৈধ ভাবে সেটা দখল করে রেখেছে।’ জানা গিয়েছে, নিজের পুরো অভিজ্ঞতার কথা জানিয়েই অমিত শাহকে চিঠি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Most Popular