Wednesday, April 17, 2024
spot_img
Homeরাজ্যআনিস কাণ্ডে হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্য, স্থগিত রায়দান

আনিস কাণ্ডে হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্য, স্থগিত রায়দান

স্টাফ রিপোর্টার: আনিস খান হত্যা মামলা শুনানি শেষ হল কলকাতা হাই কাের্টে।তবে শুনানি শেষ হলেও আদালত রায় দেয়নি।হাওড়ার আনিস খানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে আদালত।

আনিস কাণ্ডে হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্য, স্থগিত রায়দান

একইসঙ্গে মঙ্গলবার রাজ্য পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল আদালত। রাজ্যের উদ্দেশে আদালতের প্রশ্ন, “এমন একটা মামলা যেখানে অভিযোগ একমাত্র পুলিশের বিরুদ্ধে। এরপরেও কি মনে করেন পুলিশি তদন্তের উপর মানুষ বা পরিবারের আস্থা থাকবে?”

আনিস কাণ্ডে হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্য, স্থগিত রায়দান

রাজ্য অবশ্য জানিয়েছে, পুলিশের তদন্তে বিশ্বাস না রাখার কোনও কারণ নেই। সত্য উদ্ঘাটনের সব চেষ্টা রাজ্য করছে, সিট গঠন করা হয়েছে। বরং অভিযোগকারী আনিস খানের বাবা সালেমের অভিযোগেই গোলমাল ছিল। অভিযোগপত্রটি তিনি নিজে লেখেননি।

আনিস কাণ্ডে হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্য, স্থগিত রায়দান

পরে যখন সেটি তাঁকে পড়ে শোনানো হয়, তিনি বলেন অভিযোগের অনেক কথাই তিনি বলেননি। পুলিশ জানিয়েছে, সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

Most Popular