Friday, March 29, 2024
Homeরাজ্যহাসপাতালে রক্ত অদল-বদলের অভিযোগ, সিসিইউতে ভর্তি ২ রোগী

হাসপাতালে রক্ত অদল-বদলের অভিযোগ, সিসিইউতে ভর্তি ২ রোগী

স্টাফ রিপোর্টার: রক্ত দিতে গিয়ে এক রোগীর জন্য নির্দিষ্ট গ্রুপের রক্ত অন্য রোগীকে দিয়ে দেওয়া হল। ফলে অসুস্থ হয়ে পড়েন ২ রোগীই। হাসপাতালের নার্সদের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

হাসপাতালে রক্ত অদল-বদলের অভিযোগ, সিসিইউতে ভর্তি ২ রোগী

জানা গিয়েছে, বৃহস্পতিবার নলহাটির নগড়া গ্রাম থেকে রক্তাল্পতা নিয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভরতি হন আজিমা বিবি। একইভাবে রামপুরহাটের মাঝখন্ড গ্রাম থেকে হিমোগ্লোবিনের ঘাটতির জন্য মেডিক্যাল কলেজে ভরতি হন কাজলরেখা চট্টোপাধ্যায়।

হাসপাতালে রক্ত অদল-বদলের অভিযোগ, সিসিইউতে ভর্তি ২ রোগী

পরিবারের দাবি, কাজলরেখার জন্য শুক্রবার সন্ধেয় ‘ও পজিটিভ’ রক্তের ব্যাগ হাসপাতালের মহিলা ওয়ার্ডে পৌঁছে দেওয়া হয়। সেই রক্ত দেওয়া শুরু হয় রাত্রিবেলা।কাজলরেখাদেবীর ছেলে নীতিশকান্তি চট্টোপাধ্যায় জানান, “রক্ত চালানোর একঘন্টা পরে গিয়ে দেখি মায়ের ও পজিটিভের জায়গায় বি পজিটিভ রক্ত চলছে।

হাসপাতালে রক্ত অদল-বদলের অভিযোগ, সিসিইউতে ভর্তি ২ রোগী

অন্যদিকে একইসঙ্গে আজিমা বিবির বি পজিটিভের বদলে ও পজিটিভ রক্ত চলছে।” তিনি আরও জানান, প্রথমে নার্সদের সে কথা জানালেও তাঁরা কথার গুরুত্ব দেয়নি। পরে চিৎকার-চেঁচামেচি শুরু করলে তাঁরা এসে ভুল স্বীকার করে রক্তের ব্যাগ খুনে নেন।

হাসপাতালে রক্ত অদল-বদলের অভিযোগ, সিসিইউতে ভর্তি ২ রোগী

বিষয়টি সামনে আসার পরই তড়িঘড়ি দুই রোগীকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সুপারের কাছে নার্সদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছে রোগীর পরিবার।

Most Popular