Friday, April 19, 2024
spot_img
Homeরাজনীতি‘বিজেপি নেতাদের জেলে পুরুক,’ সিবিআই তোপ মমতার

‘বিজেপি নেতাদের জেলে পুরুক,’ সিবিআই তোপ মমতার

স্টাফ রিপোর্টার : সিবিআই-ইডি দিয়ে বিরোধীদের হেনস্থা করার অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷মঙ্গলবার পুরুলিয়ায় জেলা তৃণমূলের কর্মিসভায় মমতা বলেন, ‘লালু প্রসাদের বাড়িতে সিবিআই যাচ্ছে৷ মহারাষ্ট্র, দিল্লির মন্ত্রীদের গ্রেফতার করছে৷ হেমন্ত সোরেনকে হেনস্থা করা হচ্ছে৷

‘বিজেপি নেতাদের জেলে পুরুক,’ সিবিআই তোপ মমতার

সবার জন্য ইডি- সিবিআই আছে, নোটবন্দি করতে গিয়ে একশো শতাংশের উপরে ভেজাল নোট তৈরি হয়েছে৷ বিজেপি মন্ত্রীদের ঘরে ঘরে ইডি, সিবিআই যাওয়া উচিত৷ সবকটাকে গ্রেফতার করা উচিত৷’ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ দিন দাবি করেছেন, ২০২৪-এ আর ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘যতই চেষ্টা করো, ২০২৪ আর হবে না, ওটা নো এন্ট্রি৷

‘বিজেপি নেতাদের জেলে পুরুক,’ সিবিআই তোপ মমতার

এখন থেকেই জনগণ বলে দিচ্ছে, ২০২৪-এ নো এন্ট্রি৷’এদিন কর্মীদের উদ্দেশ্য করে মমতা বলেন, ‘পুরুলিয়ায় আমাদের লোকেরা ভুল করেছিল। সেই কারণেই পুরুলিয়ায় পরাজয় আমাদের। কিন্তু জেতার পর থেকেই আর এলাকায় বিজেপির দেখা নেই। এখানকার বিজেপি নেতা ও সাংসদরা বেপাত্তা। আমাদের সরকার সবসময় মানুষের পাশে আছে।

‘বিজেপি নেতাদের জেলে পুরুক,’ সিবিআই তোপ মমতার

আমাদের বিরুদ্ধে কুৎসা করছে বিজেপি-সিপিএম-কংগ্রেস। আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না।” এছাড়াও সরকারি পরিষেবা মানুষ পাচ্ছেন কি না, গ্রামে গ্রামে গিয়ে সেই খোঁজ নেওয়ার জন্য দলের নেতা- কর্মীদের নির্দেশ দেন তিনি৷

Most Popular