Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যগ্রুপ সি-তে ভুয়ো নিয়োগ ৩৮১-র অনেক বেশি! তথ্য সিবিআইয়ের হাতে

গ্রুপ সি-তে ভুয়ো নিয়োগ ৩৮১-র অনেক বেশি! তথ্য সিবিআইয়ের হাতে

স্টাফ রিপোর্টার : এসএসসি দুর্নীতি মামলায় মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য পেল সিবিআই।সিবিআইয়ের দাবি, গ্রুপ-সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১ নয়। ৩৮১-র অনেক বেশি।অভিযোগ, এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ না হয়েই এরা চাকরি পেয়েছে।

গ্রুপ সি-তে ভুয়ো নিয়োগ ৩৮১-র অনেক বেশি! তথ্য সিবিআইয়ের হাতে

অর্থাৎ, চাকরির আবেদন না করেই চাকরি পেয়েছেন! কোনওরকম আবেদনই করেননি চাকরির জন্য। অথচ হাতে পেয়ে গিয়েছেন চাকরির সুপারিশপত্র। এমনই অভিযোগ এবার সিবিআইয়ের হাতে এল।

গ্রুপ সি-তে ভুয়ো নিয়োগ ৩৮১-র অনেক বেশি! তথ্য সিবিআইয়ের হাতে

এছাড়া অবৈধ চাকরি প্রাপকরা স্কুলে যোগ দিতে গেলে অনেক স্কুলেই বাধা দেন প্রধান শিক্ষক বা পরিচালন সমিতি। সেক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলকে বাধ্য করার মতো অভিযোগও সামনে এসেছে।

Most Popular