Friday, March 29, 2024
Homeজেলাউত্তরপ্রদেশের যুবককে পরিবারের হাতে তুলে দিল পাথরপ্রতিমা থানা

উত্তরপ্রদেশের যুবককে পরিবারের হাতে তুলে দিল পাথরপ্রতিমা থানা

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: পুলিশ এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বাড়ি ফেরানো হল উত্তরপ্রদেশের সাহেবগঞ্জ থানার ধ্রুপচাঁদ গুপ্তা নামে ২৪ বছরের এক যুবককে। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে সোমবার ওই যুবককে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় পাথরপ্রতিমা থানার পক্ষ থেকে।

উত্তরপ্রদেশের যুবককে পরিবারের হাতে তুলে দিল পাথরপ্রতিমা থানা

দায়িত্বপ্রাপ্ত অফিসার চন্দন পণ্ডিত জানান, ধ্রুপচাঁদ মানসিক অবসাদে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। প্রায় চার বছর আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাড়ির লোকেরা থেকে অনেক খোঁজাখুঁজি করেছিলিন। কিন্তু ওই যুবককের খোঁজ পায়নি পরিবার। গত ২৭ মে দুর্বাচটির পশ্চিম সুরেন্দ্রনগর গ্রামের লাইব্রেরিতে ওই যুবক ঘোরাঘুরি করছিলেন।

উত্তরপ্রদেশের যুবককে পরিবারের হাতে তুলে দিল পাথরপ্রতিমা থানা

পশ্চিম পল্লি যুবকল্যাণ সংঘের সদস্যরা ওঁকে আটকে রেখে থানায় খবর দিয়েছিলেন এবং ওই ক্লাব তিন দিন ধরে তাঁর দেখভাল করে এসেছে বলে জানান পাথরপ্রতিমা থানার অফিসার। পরে উত্তরপ্রদেশের সাহেবগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে ধ্রুপচাঁদের শ্যালক, গ্রাম প্রধান এবং প্রতিবেশী এখানে আসেন। তাঁদের হাতে ওই যুবককে তুলে দেওয়া হয়।

উত্তরপ্রদেশের যুবককে পরিবারের হাতে তুলে দিল পাথরপ্রতিমা থানা

ধ্রুপচাঁদকে পেয়ে তাঁর পরিবার খুবই খুশি। ওই ক্লাবের সভাপতি কিশোরীলাল মণ্ডল, সম্পাদক অমৃতলাল দাস, সদস্য নবকুমার খড়িকা, স্বপনকুমার মাইতি এবং শুভঙ্কর চালক সহ সমস্ত সদস্যকে ধন্যবাদ জানানো হয়েছে পাথরপ্রতিমা থানা এবং ধ্রুপচাঁদের পরিবারের পক্ষ থেকে।

Most Popular