Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যফের পোস্টার বিতর্ক বিজেপিতে

ফের পোস্টার বিতর্ক বিজেপিতে

স্টাফ রিপোর্টার: ফের বিজেপিতে পোস্টার বিতর্ক। এবার বিজেপির শিলিগুড়ি জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল।জানা গিয়েছে, রাতের অন্ধকারে শহরের প্রাণকেন্দ্র হাশমি চকে, জেলা সভাপতির নামে পোস্টার লাগানো হয়। অভিযোগ করা হয়, একনায়কতন্ত্র চালাচ্ছেন জেলা সভাপতি।

ফের পোস্টার বিতর্ক বিজেপিতে

নিজের পছন্দের লোকদের পদে বসাচ্ছেন তিনি এবং দুর্নীতির বিরুদ্ধে পোস্টার লাগানো হচ্ছে। এর আগেও জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা-কর্মীরা। এবার সরাসরি ছবির উপর লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া। পাশাপাশি একাধিক অভিযোগ করা হয়েছে।

ফের পোস্টার বিতর্ক বিজেপিতে

যদিও বিজেপির জেলা সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের পাল্টা দাবি, সম্পূর্ণটা বিরোধী দলের চক্রান্ত। অপরদিকে শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব জানান, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতাদর্শের উপর ভিত্তি করে চলে। আমার জানা নেই বিজেপির জেলা সভাপতি কে?

ফের পোস্টার বিতর্ক বিজেপিতে

আছে নাকি নেই বা পরিবর্তন হয়েছে কি না। বিজেপি কোনও রকম জনহিতমূলক কাজ করে না। এর জন্যই বিভিন্ন সময়ে বিভিন্ন জেলাতে বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে। তারাই বলতে পারবে তাদের ভেতরে কি চলছে।’

Most Popular