Friday, April 19, 2024
spot_img
Homeরাজনীতি৮ রাজ্যের সাংগঠনিক দায়িত্বে দিলীপ

৮ রাজ্যের সাংগঠনিক দায়িত্বে দিলীপ

স্টাফ রিপোর্টার: এ বার বাংলা ছেড়ে অন্য আট রাজ্যের সাংগঠনিক দায়িত্বে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে গোটা দেশেই ‘বুথ সশক্তিকরণ অভিযান’ শুরু করছে বিজেপি।

৮ রাজ্যের সাংগঠনিক দায়িত্বে দিলীপ

আর সেই কর্মসূচিতেই বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও উত্তর-পূর্বের চার রাজ্য মণিপুর, মেঘালয়, অসম, ত্রিপুরার সংগঠন বৃদ্ধির দায়িত্ব দিলীপকে দেওয়া হয়েছে।

৮ রাজ্যের সাংগঠনিক দায়িত্বে দিলীপ

রাজ্য বিজেপির অনেক নেতারই দাবি, সর্বভারতীয় বিজেপিতে অনেক সহ-সভাপতি রয়েছেন। তাঁদের মধ্যে দিলীপকে বাছা হয়েছে যোগ্যতার নিরিখেই।এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘আমি সংগঠনের লোক।

৮ রাজ্যের সাংগঠনিক দায়িত্বে দিলীপ

আমার কাছে সবার আগে দল, তার পরে ব্যক্তি। নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছেন তা পালন করাই আমার কাজ। চিরকাল তাই করেছি। এখনও করে যাব।’’

Most Popular