Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যশিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটগ্রহণ ২৬ জুন

শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটগ্রহণ ২৬ জুন

স্টাফ রিপোর্টার: জিটিএ নির্বাচনের সঙ্গেই হতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন।আগামী ২৬ জুন জিটিএ নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে বলে আগেই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি হবে ২৭ মে।

শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটগ্রহণ ২৬ জুন

এর পর বুধবার রাজ্যের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক ছিল রাজ্য নির্বাচন কমিশনারের। ভার্চুয়ালি সেই বৈঠকে নির্বাচনে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়। এর পরই শিলিগুড়ি মহকুমার পরিষদসহ পুরসভাগুলিতে উপনির্বাচন ঘোষণা করে কমিশন।কমিশন সূত্রে খবর, শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯টি আসনে ভোটগ্রহণ হবে ২৬ জুন।

শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটগ্রহণ ২৬ জুন

এছাড়া ২২টি গ্রামপঞ্চায়েতের ৪৬২টি আসনে ও ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসনে ভোটগ্রহণ হবে সেদিন।
রাজ্যের ৬টি পুরসভায় ৬টি আসনে ২৬ জুন উপ-নির্বাচনের ভোটগ্রহণ ঘোষণা করেছে কমিশন। এর মধ্যে ঝালদা পুরসভার ২ নম্বর আসনটি খালি হয়েছে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের জেরে।

শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটগ্রহণ ২৬ জুন

পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডটি খালি হয়েছে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায়। ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত হয়ে গিয়েছিল সিপিএম প্রার্থীর মৃত্যুতে।

শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটগ্রহণ ২৬ জুন

এছাড়া দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড ও দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ হবে ২৬ জুন।

Most Popular