Wednesday, April 24, 2024
spot_img
Homeদেশইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড

ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ সংস্থা : ইয়াসিন মালিকের সাজা ঘোষণা করল দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট । কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। ইয়াসিন মালিকের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু রয়েছে।

ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড

সন্ত্রাসবাদী কার্যকলাপ, জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে জম্মু-কাশ্মীরের লিবারেশন ফ্রন্টের এই প্রধানের বিরুদ্ধে।উল্লেখ্য, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অপরাধে, ১২১ ধারায় ইয়াসিনের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছিল এনআইএ।

ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড

অর্থাৎ মৃত্যুদণ্ডের আর্জিই জানানো হয়। আর এই মামলায় সর্বনিম্ন সাজা যাবজ্জীবন। ইয়াসিনের আইনজীবী তাই মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের আর্জি জানিয়েছেন। সেই আর্জিই মঞ্জুর করল পাটিয়ালা হাউজ কোর্ট।

Most Popular