Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাযুবসমাজকে মাঠমুখী করতে লং টেনিস ক্রিকেট নামখানায়

যুবসমাজকে মাঠমুখী করতে লং টেনিস ক্রিকেট নামখানায়

বিশ্ব সমাচার, নামখানা: মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে সরাতে এবং যুবসমাজকে খেলার মাঠমুখী করতে একটি ক্লাবের উদ্যোগে নামখানায় লং টেনিস ক্রিকেট খেলা শুরু হল। নামখানার ফ্রেজারগঞ্জের মুন্সি রোডের হ্যাপি সংঘের উদ্যোগে মঙ্গলবার থেকে লং টেনিস ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছালেন রাজ্যের দুই মন্ত্রী।

যুবসমাজকে মাঠমুখী করতে লং টেনিস ক্রিকেট নামখানায়

প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় পতাকা সহ ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে এদিন এই খেলার উদ্বোধন করেন রাজ্যের রাষ্ট্রীয় পরিবহণ দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁরা বলেন, যুবসমাজ যাতে খেলাধুলোয় আরও উৎসাহিত হতে পারে, তাদের প্রতিভা যাতে বিকশিত হতে পারে, সেজন্য এই আয়োজন।ফ্রেজারগঞ্জের মুন্সি রোড হ্যাপি সংঘের দাবি, কাকদ্বীপ মহকুমায় এর আগে এত বড় লং টেনিস ক্রিকেট খেলা কখনও হয়নি।

যুবসমাজকে মাঠমুখী করতে লং টেনিস ক্রিকেট নামখানায়

ক্লাবের সম্পাদক নজরুল ইসলাম বলেন, যুবসমাজকে মাঠমুখী করতেই খেলার আয়োজন। এদিন খেলার মাঠে রাজ্যের দুই মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রীমন্তকুমার মালি, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা মণ্ডল সহ আরও অনেকে।

যুবসমাজকে মাঠমুখী করতে লং টেনিস ক্রিকেট নামখানায়

উদ্বোধন হলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মঙ্গলবার থেকে খেলা শুরু করা যায়নি। আবহাওয়ার উন্নতি হলেই খেলা শুরু হবে বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে।

Most Popular