Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্য'স্বায়ত্তশাসন দিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে': মমতা

‘স্বায়ত্তশাসন দিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে’: মমতা

স্টাফ রিপোর্টার: দেশকে ‘এজেন্সি রুল’ থেকে বাঁচাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে স্বায়ত্তশাসন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘সব ব্যাপারে হস্তক্ষেপ করছে কেন্দ্র।এজেন্সি দিয়ে তুঘলকি কায়দায় সরকার চালাচ্ছে। এরকম এত নিম্নমানের কাজ হিটলার, স্ট্যালিনও করেনি।’ তাঁর আরও অভিযোগ, ‘যা চলছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে, যেখানে পারছে ঘরবাড়ি ভাঙছে। আমাদের না জানিয়ে ঘর বাড়ি ভাঙছে।

'স্বায়ত্তশাসন দিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে': মমতা

‘ কেন্দ্রীয় এজেন্সিগুলিকে স্বায়ত্ত্বশাসন দেওয়ার জন্য এদিন সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অটোনমি দেওয়া হোক। স্বশাসিত হোক কেন্দ্রীয় এজেন্সি।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘এজেন্সির রুল থেকে দেশকে বাঁচাতে হলে এটাই একমাত্র রাস্তা। শুধু বেতন দেবে কেন্দ্র, স্বশাসন দিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে।’

Most Popular