Friday, March 29, 2024
Homeরাজ্যনিয়োগের দাবিতে বিক্ষোভ নার্সিংয়ের কর্মপ্রার্থীদের

নিয়োগের দাবিতে বিক্ষোভ নার্সিংয়ের কর্মপ্রার্থীদের

স্টাফ রিপোর্টার: এবার আন্দোলনে নামলেন নার্সিংয়ের চাকরি প্রার্থীরা।মেধাতালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে সোমবার সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ দেখান নার্সিং-এর চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, ‘আমরা প্রত্যেকেই যোগ্য কর্মাপ্রার্থী ও সরকারি রেজিস্টেশন প্রাপ্ত। কোভিডের সময়ে সকলেই মিলে লড়াই করেছি। ৫ হাজার জনের ইন্টারভিউ নেওয়া হলেও চাকরি দেওয়া হয়েছে ২ হাজার জনকে।

নিয়োগের দাবিতে বিক্ষোভ নার্সিংয়ের কর্মপ্রার্থীদের

ইন্টারভিউয়ে পাস করার পরেও তাঁরা চাকরি পায়নি।’ এদিন প্রথমে স্বাস্থ্যভবনের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর বিক্ষোভকারীদের তরফে ৪ জনের প্রতিনিধিদলকে ভিতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করার অনুমতি দেয় পুলিস। বাকিরা তখন স্বাস্থ্য ভবনের বাইরে এসে রাস্তা অবরোধ করেন। শেষপর্যন্ত যখন স্বাস্থ্যভবনের একটি গাড়়িকে আটকানো হয়, তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভকারীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিসের।শেষ খবর অনুযায়ী, স্বাস্থ্য ভবনের দোতলায় আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছেন বিক্ষোভকারীদের ৪ সদস্যের এক প্রতিনিধিদল। সেই আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নার্সিং চাকরিপ্রার্থীরা।

Most Popular