Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যমাঙ্কি পক্স আতঙ্কে বিমানবন্দরগুলিকে আগাম সতর্কতা কেন্দ্রের

মাঙ্কি পক্স আতঙ্কে বিমানবন্দরগুলিকে আগাম সতর্কতা কেন্দ্রের

সংবাদ সংস্থা : বিশ্বজুড়ে এখন আলোচিত বিষয় হয়ে উঠেছে মাঙ্কি পক্স ভাইরাস । বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। বিশেষ করে ইউরোপীয়ান দেশগুলিতে মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে বিমানবন্দরগুলিতে সতর্কতা জারি করল ভারত সরকার।নির্দেশিকায় আধিকারীকদের বলা হয়েছে কোনও যাত্রীকে অসুস্থ বলে মনে হলে সঙ্গে সঙ্গে তাঁকে আটকে আইসোলেট করতে হবে।

মাঙ্কি পক্স আতঙ্কে বিমানবন্দরগুলিকে আগাম সতর্কতা কেন্দ্রের

স্বাস্থ্য মন্ত্রক কর্মকর্তাদের গত ২১ দিনে মাঙ্কিপক্স আক্রান্ত দেশগুলিতে ভ্রমণের ইতিহাস সহ সন্দেহভাজন আন্তর্জাতিক যাত্রীদের জন্য কঠোর থার্মাল স্ক্রিনিং করার জন্য বলেছে। সরকারী সূত্র জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চকে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখতে এবং যে কোনও পজিটিভ কেস দ্রুত শনাক্ত করার জন্য নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছে।

Most Popular