Friday, March 29, 2024
Homeরাজ্যমুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছিল, দাবি পূর্ত দফতরের

মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছিল, দাবি পূর্ত দফতরের

স্টাফ রিপোর্টার: মেদিনীপুরের প্রশাসনিক সভায় পূর্ত দফতরের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তারপরেই পূর্তমন্ত্রী মলয় ঘটক যোগাযোগ করেন তাঁর দফতরের সচিবের সঙ্গে।সূত্রের খবর, বৃহস্পতিবার দফতর থেকে মন্ত্রীকে জানানো হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহে একটি পর্যটন কেন্দ্র গড়তে চাইছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছিল, দাবি পূর্ত দফতরের

সেই পর্যটন কেন্দ্রটি গড়ার দায়িত্বে রয়েছে তথ্য ও সংস্কৃতি দফতর। তারাই উদ্যোগী হয়ে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে ডিপিআর তৈরি করিয়েছে। যেখানে ওই প্রকল্প নির্মাণে ১৮ কোটি টাকার কিছু বেশি খরচ হবে বলে উল্লেখ করা হয়েছে। তাই ওই ডিপিআরের দায়িত্ব তাদের নয়। এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে প্রকল্প প্রসঙ্গে ভুল বোঝানো হয়েছিল

Most Popular